Skip to content
Home » কীভাবে ফেসবুক আইডি ভেরিফাই করবেন?

কীভাবে ফেসবুক আইডি ভেরিফাই করবেন?

কীভাবে ফেসবুক আইডি ভেরিফাই করবেন?

প্রিয় পাঠক, আশা করি সবাই ভালো আছেন। টেকউইকি২৪ এর আজকের আর্টিকেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কী বিষয়ে আলোচনা করব, তা এতক্ষণে নিশ্চয় আর্টিকেলের শিরোনাম দেখে বুঝে গেছেন। আজ আপনাদেরকে দেখাব- কীভাবে ফেসবুক আইডি নেম ভেরিফাই করবেন! নেম ভেরিফাইয়ের ব্যাপারটা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। চলুন তাদের জন্য ফেসবুক আইডি নেম ভেরিফাইয়ের বিষয়টা পরিষ্কার করি।

ফেসবুক আইডি নেম ভেরিফাই কী?

আপনারা হয়তো অনেকেই নানান সময়ে ফেসবুকে লগিন করতে গিয়ে ঝামেলায় পড়েছেন। ফেসবুক কর্তৃপক্ষ আপনার কাছে আপনার আইডেন্টিটি চায়। অর্থাৎ এই অ্যাকাউন্টটি আপনার কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে কিছু নির্দেশনা অনুসরণ করতে বলে। যেগুলো সঠিকভাবে সম্পূর্ণ করলে বেশিরভাগ সময়েই ফেসবুক অ্যাকাউন্ট সচল হয়ে যায়। এই সমস্যাগুলো হয় সাধারণত কেউ আপনার অ্যাকাউন্টে বা আপনার পোস্টে রিপোর্ট করলে। যার জন্য ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে আপনার পরিচয়ের সত্যতা যাচাই করতে বলে। এই সমস্যার স্থায়ী সমাধান হলো আপনার ফেসবুক আইডির নেম ভেরিফাই করা। একবার আপনি প্রপারলি নেম ভেরিফাই করে নিলে, আপনার আইডি আর কখনো লক কিংবা ডিজেবল হওয়ার সম্ভাবনা কমে যাবে। যতই রিপোর্ট আসুক, আপনার ফেসবুক আইডি অনেকটা সেইফ থাকবে! তো, চলুন এবার জানা যাক, কীভাবে ফেসবুক আইডি ভেরিফাই করবেন!

⏩ আরও পড়ুন: ইউটিউব চ্যানেল খোলার নিয়ম!

কীভাবে ফেসবুক আইডি নেম ভেরিফাই করবেন?

ফেসবুক আইডি নেম ভেরিফাই করতে আপনার প্রথমে কিছু ডকুমেন্টস থাকা লাগবে। ওই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি নেম ভেরিফাই করতে পারবেন।

ফেসবুক আইডি নেম ভেরিফাই করতে কী কী ডকুমেন্ট লাগে?

ফেসবুক অ্যাকাউন্ট নেম ভেরিফাই করতে আপনি দুই ধরনের পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন। একটি হলো সরকারি পরিচয়পত্র, যেগুলো সরকার সকল নাগরিকের জন্য ইস্যু করে। আর অন্যটি হলো বেসরকারি পরিচয়পত্র অর্থাৎ আপনার কর্মস্থল বা যেকোনো জনপ্রিয় প্রতিষ্ঠান যার সাথে আপনি যুক্ত আছেন সেখান থেকে পাওয়া পরিচয়পত্র।

সরকারি পরিচয়পত্র

  • জন্ম সনদপত্র
  • ড্রাইভিং লাইসেন্স
  • পাসপোর্ট
  • বিবাহের সনদপত্র
  • জাতীয় পরিচয়পত্র
  • আনুষ্ঠানিক নাম পরিবর্তনের কাগজপত্র
  • মাইগ্রেশনের কাগজপত্র
  • ভিসা
  • ফ্যামিলি সনদপত্র ইত্যাদি

বেসরকারি পরিচয়পত্র

আপনার যদি ওপরের কোনো সরকারি পরিচয়পত্র না থাকে তবে আপনি বেসরকারি পরিচয়পত্র সাবমিট করে আপনার ফেসবুক আইডি নেম ভেরিফাই করতে পারবেন। তবে আপনাকে দুইটি বেসরকারি পরিচয়পত্র সাবমিট করতে হবে। কিন্তু যদি সরকারি পরিচয়পত্র সাবমিট করেন তবে যেকোনো একটি সাবমিট করলেই ফেসবুক আইডি ভেরিফাই করতে পারবেন।

আর বেসরকারি পরিচয়পত্রগুলোতে অবশ্যই আপনার ছবি সংযুক্ত থাকতে হবে যা সরকারি পরিচয়পত্রের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। দেখে নিন, কী কী বেসরকারি কাগজপত্র দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন-

  • ব্যাংক বিবরণী
  • ট্রানজিট কার্ড
  • ক্রেডিট কার্ড
  • চেক বই
  • লাইব্রেরি কার্ড
  • মেইল
  • ম্যাগাজিন সাবস্ক্রিপশন কার্ড
  • স্কুল, কলেজ ও ভার্সিটির আইডি কার্ড
  • ইউটিলিটি বিলের কাগজ
  • পেশাদারি পরিচয়পত্র
  • স্বাস্থ্য বিমা সংক্রান্ত কাগজপত্র ইত্যাদি

⏩ আরও পড়ুন: সরকার কেন ইচ্ছেমতো টাকা ছাপায় না?

কীভাবে ভেরিফাই করবেন?

১. যে কাগজপত্র দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেগুলো ভালো করে ছবি তুলে নিন। ছবি অবশ্যই স্পষ্ট হতে হবে যেন তাতে লেখা সবগুলো শব্দ বোঝা যায় এবং পড়া যায়। প্রয়োজনে ছবি তোলার পরে রিসাইজ করে নিতে পারেন।

২. মোবাইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাইলে প্রথমে ক্রোম ব্রাউজার চালু করে ডান কর্ণারে ক্লিক করে ডেস্কটপ মোড চালু করে নিন। অথবা কম্পিউটার বা ল্যাপটপে হলে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন।

৩. এরপর নিচের লিংকটা কপি করে আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে দিন।

লিংক: https://www.facebook.com/help/contact/515009838910929

৪. তারপর একটি পেজ আসবে, সেখানে চুজ ফাইলস (Choose Files) নামক অপশনে ক্লিক করে আপনার তোলা কাঙ্খিত ছবিটি আপলোড করে সেন্ড বাটনে ক্লিক করে দিন।

ফেসবুক আইডি নেম ভেরিফাই

৫. এবার আপনার স্ক্রিনে একটি পপ-আপ মেসেজ আসবে সেখানে বলা হবে যে ফেসবুকের নিয়ম অনুয়ায়ী আপনাকে ফেসবুক ডেভেলপার হিসেবে আগে রেজিষ্ট্রেশন করতে হবে, তারপর আপনি ফেসবুক আইডি ভেরিফাই করতে পারবেন।

ফেসবুক আইডি নেম ভেরিফাই
৬. ফেসবুক ডেভেলপার হিসেবে রেজিস্টার করার জন্য Register as A Facebook Developer লেখায় ক্লিক করুন। তারপর নতুন যে পেজটি ওপেন হবে সেখানে ডানপাশে ওপরের দিকে মেনুবার দেখতে পাবেন। ওখানে ক্লিক করে আপনাকে ফেসবুকে লগিন করতে হবে। যদি ওই ব্রাউজারে আগে থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগিন করা থাকে তবে লগিন করার প্রয়োজন নেই।
ফেসবুক আইডি নেম ভেরিফাই

৭. লগিন হয়ে গেলে আবার মেনুবারে ক্লিক করে Let’s get Started লেখায় ক্লিক করলে আপনাকে আবার ফাইল আপলোড করার পেজে নিয়ে আসা হবে। এখন আপনাকে আবার আপনার কাঙ্খিত ডকুমেন্ট আপলোড করে সেন্ড করতে হবে। সেন্ড করলে আপনি সাকসেসফুল একটা পপ-আপ মেসেজ দেখতে পাবেন।

৮. কিছুক্ষণ সময় অপেক্ষা করুন। আপনি এবার আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগিন করুন এবং দেখুন সাপোর্ট বক্সে কোনো মেসেজ পেয়েছেন কি না। যদি না পান তাহলে আরও কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। ফেসবুক কর্তৃপক্ষ আপনার পরিচয়পত্র যাচাই-বাছাই করে দেখবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি নিচের ছবির মতো মেসেজ দেখতে পাবেন।

ব্যস, এভাবে ফেসবুক আইডি নেম ভেরিফাই করে নিলে আপনার আইডি ঝামেলামুক্ত হয়ে যাবে! এই পদ্ধতি অনুসরণ করে ফেসবুক আইডি ভেরিফাই করতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আপনার সমস্যার সম্ভাব্য সমাধান দিতে চেষ্টা করব। এ ছাড়াও ফেসবুক আইডি নেম ভেরিফাই করার আরেকটি মেথড আছে, সেটা নিয়ে পরবর্তী কোনো পোস্টে লিখব! সেটা পড়তে চাইলে, আমাদের টেকউইকি২৪ সাইটে চোখ রাখুন। আজকের আর্টিকেল এ পর্যন্তই। ভালো থাকুন। ধন্যবাদ।

[নোট: এই পদ্ধতিটি শুধু মাত্র ফেসবুক আইডির নেম ভেরিফাই করে, আইডিকে রেস্ট্রিকশন / ডিজেবল হওয়ার হাত থেকে বাঁচানোর পদ্ধতি। এটা কিন্তু ফেসবুক আইডি ব্লু বেজ ভেরিফাই করার পদ্ধতি নয়। সেটার পদ্ধতি আলাদা। তাই দুটোকে গুলিয়ে ফেলবেন না কেউ।]

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: