Skip to content
Home » গুরুত্বপূর্ণ ৭টি অ্যান্ড্রয়েড অ্যাপস!

গুরুত্বপূর্ণ ৭টি অ্যান্ড্রয়েড অ্যাপস!

গুরুত্বপূর্ণ ৭টি অ্যান্ড্রয়েড অ্যাপস!

আপনি যদি একজন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তবে এই পোস্টটি আপনার জন্য। আমাদের জীবনকে সহজ, আরামদায়ক করতে ও প্রয়োজনীয় কাজের জন্য আমরা স্মার্টফোন ইউজ করে থাকি। নানান রকম অ্যাপস আমরা ফোনে ইনস্টল করি, যা প্রকৃতপক্ষে আমাদের প্রয়োজন হয় না। কিন্তু এই আর্টিকেলে আমরা আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু দুর্দান্ত অ্যান্ড্রয়েড অ্যাপ যা আপনার ফোনে থাকলে লাইফটা আরও স্মার্টলি লিড করতে পারবেন। বলে রাখি, এখানে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো বেসিক অ্যাপসগুলোর কথা লিখিনি আমরা। কারণ এই অ্যাপসগুলো সবাই ইউস করি। যে অ্যাপগুলো নরমালি সবাই ইউস করি না, কিন্তু প্রয়োজনীয় সেগুলোর কথাই আলোচনা করেছি। সবগুলো অ্যাপস আপনারা প্লেস্টোরে পেয়ে যাবেন এবং এদের লিংকও আমরা পোস্টে দিয়ে রেখেছি। তো, চলুন— গুরুত্বপূর্ণ ৭টি অ্যান্ড্রয়েড অ্যাপস; যেগুলো আপনাদের অবশ্যই ব্যবহার করা উচিত; সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক!

⏩ আরও পড়ুন: ইউটিউব মনিটাইজেশন ছাড়া আয় করার কয়েকটি উপায়!

গুরুত্বপূর্ণ ৭টি অ্যান্ড্রয়েড অ্যাপস

Wikipedia App

আপনারা অবশ্যই উইকিপিডিয়া সম্পর্কে অবগত যে এটা একটা বিশাল তথ্য-ভাণ্ডার। এখানে প্রায় সকল বিষয়ের সব ধরনের তথ্যই মজুদ আছে। এটা ব্যবহার করে আপনি স্বল্প সময়ের মধ্যেই যেকোনো তথ্য খুঁজে পেতে পারেন। এটা আপনার জ্ঞান-ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে। ছাত্র, শিক্ষক বা যেকোনো সাধারণ মানুষের জন্যই এই অ্যাপটা জরুরি। এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

To Do List

সারাদিন নানান কাজের ব্যস্ততায় আমরা অনেক প্রয়োজনীয় কাজ করতে ভুলে যায়। আর এই সমস্যার সমাধান করবে ছোট্ট এই অ্যাপটি। আপনার দরকারি কাজগুলো এখানে লিস্টেড করে রাখবেন। সাথে টাইম, ডেট ফিক্সড করে রাখবেন। কাজটি করার সময় আসলে এই অ্যাপটিই আপনাকে মনে করিয়ে দেবে। এটা বেশ প্রোডাক্টিভ একটা অ্যাপ। তাছাড়াও এটা আপনি গুগল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক্রোনাইজ করার সুযোগ পাবেন। প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Google Photos

স্মার্ট ফোন ব্যবহার করে, কিন্তু ছবি তুলতে পছন্দ করে এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। কিন্তু আপনার তোলা এই ছবিগুলো ফোন স্টোরেজ বা এসডি কার্ডে সেভ থাকলে কখনো যদি আপনার ফোন বা এসডি কার্ড নষ্ট হয়ে যায় তাহলে ভেবেছেন কী হবে? অবশ্যই ছবিগুলো চিরতরে হারিয়ে যাবে। কিন্তু কেমন হয় যদি আপনি সেই ছবিগুলো অনলাইনে গুগলের স্টোরেজে সেভ করে রাখতে পারেন তাও আবার ফ্রি? ব্যাপারটা খুবই চমৎকার তাই না? গুগল ফটোসে খুব সহজেই এই সেবাটা আপনি নিতে পারছেন। আপনার ছবিগুলো এখানে ফ্রিতে সেভ করে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় জিমেইল দিয়ে অ্যাক্সেসও নিতে পারবেন। অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। বর্তমানের অনেক স্মার্টফোনে অ্যাপটা প্রি-ইন্সটলড থাকে।

⏩ আরও পড়ুন: যেসব অ্যাপস কখনোই ব্যবহার করবেন না!

Ridmik Keyboard

আপনারা যারা এই ব্লগটি দেখছেন তারা অবশ্যই বাংলা ভাষাভাষীর। বাংলায় লেখালেখিকে সহজ করতে রিদমিক কিবোর্ডের এক অনন্য অবদান স্বীকার করতেই হয়। এই অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই আপনারা বাংলায় লেখালেখি করতে পারবেন। ইংরেজিতে “Amar sOnar bangla” লিখলে তা বাংলায় “আমার সোনার বাংলা” হয়ে যাবে। সত্যিই এই অ্যপটি চমৎকার। এই অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। উল্লেখ্য, এটি বাংলা লেখার জন্য সর্বাধিক ব্যবহৃত ও সবচেয়ে জনপ্রিয় কিবোর্ড অ্যাপ!

Spanseed

যেহেতু স্মার্টফোনের কথা হচ্ছে আর ফটো তোলার কথা আসবে না তা কি হয় না কি? আপনার ফোনে বা ক্যামেরায় তোলা ছবিটাকে আরেকটু চমৎকার লুক দিতে আপনারা ছবি এডিট করে থাকেন। গুগলের স্ন্যাপসিড অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই আপনার ছবির নানান ইফেক্ট দিতে পারবেন, একটা ভালো মানের এডিটিং দিতে পারবেন। এখানে এত এত সুন্দর ফিচার রয়েছে যা বলতে গেলে নতুন আরেকটি ব্লগ লিখতে হবে। আপনারা কিন্তু এখনি এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন!

Google Translator

গুগল আসলেই তাদের চমৎকার চমৎকার সার্ভিসের মাধ্যমে আমাদের জীবনকে অনেক সহজ করে দিচ্ছে প্রতিনিয়ত। গুগল ট্রান্সলেটর ব্যবহার করে আপনারা অনেক ইংরেজি-বাংলা, বাংলা-ইংরেজি, ইংরেজি-হিন্দি, হিন্দি-বাংলা এমন শত শত ভাষায় লেখা ট্রান্সলেট করতে পারবেন। যা আপনার ভাষা শেখার ক্ষেত্রে অনেক উপকার করবে। স্টুডেন্টদের জন্য এই অ্যাপটি অনেক বেশি উপকারী। অ্যপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

⏩ আরও পড়ুন: ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং রেজিস্ট্রেশন!

Forest: Stay Focused

আমাদের মধ্যে অনেকেরই স্মার্টফোন ব্যবহার করা একধরনের নেশায় পরিণত হয়েছে। একটু পরপর ফেসবুক ওয়াল চেক করা, কেউ মেসেজ দিলো কিনা চেক করা কিংবা বিভিন্ন অনলাইন গেম খেলা ইত্যাদির ফলে কোনো কাজে মনোযোগ দিতে প্রায়ই অসুবিধা হয় আমাদের। সামনে পরীক্ষা আছে, অনেক পড়া বাকি, পড়তে হবে। কিন্তু একটু পরপরই আপনি ফেসবুক চেক করছেন। আপনার মন চাইছে একটু গেম খেলি। চাইলেও মন দিয়ে পড়তে পারছেন না। ছোট্ট, সুন্দর একটি অ্যাপের সাহায্যে চাইলেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অ্যাপটির নাম ফরেস্ট: স্টে ফোকাসড

এটি একটি সেল্ফ মোটিভেশন অ্যাপ। আসুন দেখি অ্যাপটি কীভাবে কাজ করে। মনে করুন, আপনি আগামী ২ ঘণ্টার মধ্যে আর আপনার ফোনটিতে হাত দিতে চান না। আপনি এখন অ্যাপটি ওপেন করে একটি বনের মধ্যে একটি গাছের বীজ বপন করবেন এবং সময় সেট করবেন ২ ঘণ্টা। এই দুই ঘণ্টায় বীজটি থেকে একটি গাছ হবে। আপনি যদি এই দুই ঘণ্টার মধ্যে ফোনটি হাতে নিয়ে অ্যাপটি থেকে বের হয়ে ফেসবুকিং কিংবা অন্য কিছু করেন, তবে আপনার গাছটি মরে যাবে। কিন্তু আপনি যদি দুই ঘণ্টা ফোনে হাত না দেন, তাহলে বীজটি একটি সুন্দর গাছে পরিণত হবে।

এভাবে কাজের সময় ফোন ব্যবহার না করে গাছ লাগিয়ে আপনি একটি সম্পূর্ণ বন তৈরি করতে পারবেন। ব্যাপারটা অনেকটা গেমের মতো। একটি গেমে যেমন কিছু কাজের মাধ্যমে নির্দিষ্ট অ্যাচিভমেন্টের ফলে আমরা আনন্দ পাই, ঠিক তেমনি প্রতিটি গাছ বড়ো হলে আপনি আনন্দ পাবেন। আর তার সাথে আপনি প্রয়োজনীয় সময়ে ফোন ব্যবহার থেকে বিরত থাকার অভ্যাস করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

⏩ আরও পড়ুন: যেসব বিষয় কখনোই গুগলে সার্চ করবেন না!


প্রিয় পাঠক, এই ছিল— গুরুত্বপূর্ণ ৭টি অ্যান্ড্রয়েড অ্যাপস; যেগুলো আপনাদের অবশ্যই ব্যবহার করা উচিত; সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য। কারও কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন। আর পোস্টটি ভালো লাগলে অবশ্যই পরিচিতজনদের সাথে শেয়ার করুন। এধরনের আরও পোস্ট পড়তে টেকউইকিতে চোখ রাখুন। ধন্যবাদ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: