Skip to content
Home » আলাপ অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

আলাপ অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

আলাপ অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লি: (BTCL) গত বছর আগে একটি অ্যাপ লঞ্চ করেছে যেটার নাম আলাপ (Alap)। এটি মূলত একটি ওটিটি টেলিকমিউনিকেশন অ্যাপ। যার মাধ্যমে গ্রাহকেরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবেন। আলাপ অ্যাপে গ্রাহকেরা অডিয়ো, ভিডিয়ো কলসহ মেসেজ আদান-প্রদান করতে পারবেন। আলাপ অ্যাপে কথা বলা যাবে একদম ফ্রিতে যদি ফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকে। এই অ্যাপের মাধ্যমে যেকোনো মোবাইল নম্বর বা ল্যান্ডফোনে ৩০ পয়সা খরচে প্রতি মিনিটে কথা বলা যাবে বলে জানিয়েছে বিটিসিএল। মোবাইল নম্বর ও ল্যান্ডফোন থেকেও কল করা যাবে আলাপ অ্যাপে। তো, আমাদের আজকের পোস্টে আমরা এই আলাপ অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানব, সেই সাথে— আলাপ অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করবেন; সেটাও জেনে নেবো। চলুন শুরু করা যাক!

আলাপ অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

আলাপ অ্যাপের সুবিধাসমূহ:

 • আলাপ অ্যাপে সবচেয়ে বড়ো যে সুবিধা রয়েছে সেটা হলো এর নাম্বার ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই অ্যাপের সকল গ্রাহকদের নাম্বার শুরু হয় ০৯৬৯৬ দিয়ে। গ্রাহকগণ যে মোবাইল নম্বর দিয়ে আলাপ অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করবে সে নম্বরের শেষ ৬ ডিজিট যুক্ত হবে ০৯৬৯৬ এর সাথে। ধরুন আপনার মোবাইল নম্বরের শেষ ৬টি ডিজিট হলো ২২৪৪৮৮, তাহলো আপনার আলাপ অ্যাপের নম্বর হবে ০৯৬৯৬২২৪৪৮৮।
 • টাকা দিয়ে কথা বলার পাশাপাশি ইন্টারনেট সংযুক্ত করে ফ্রিতে অডিয়ো, ভিডিয়ো কলসহ মেসেজ পাঠানো যায়।
 • আলাপ অ্যাপের মাধ্যমে আপনার প্রিয়জনের সাথে আপনার লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন।
 • আলাপ অ্যাপে কল ফরওয়ার্ডিং সিস্টেমের সুবিধা রয়েছে। অর্থাৎ আপনার ফোনে যদি আলাপ অ্যাপ ইনস্টল করা না থাকে বা কোনোভাবে আনইন্সটল করে দেন তাতেও সমস্যা নেই। কেউ যদি আপনার আলাপ নম্বরে কল দেয় তাহলে সেই কল সরাসরি আপনার সিমে চলে আসবে (আলাপ অ্যাপে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন)।

⏩ আরও পড়ুন: ব্লগার ওয়েবসাইটে ‘সোলায়মান লিপি’ বাংলা ফন্ট ইনস্টল করবেন যেভাবে!

আলাপ অ্যাপে কল ফরওয়ার্ডিং চালু করার উপায়:

 • আলাপ অ্যাপে ঢুকে মোর (More) অপশনে ক্লিক করুন। এরপর সেটিংস (Settings) অপশনে ক্লিক করে কল ফরওয়ার্ডিং (Call Forwarding) অপশন সিলেক্ট করুন। তারপর অপশনটি অন করে দিন।

আপনি চাইলে এখানে অন্য কোনো নাম্বার দিয়ে কল ফরওয়ার্ডিং চালু করতে পারবেন। অর্থাৎ এখানে যে নাম্বারটা দেবেন সেই সিমে আপনার কল ফরওয়ার্ড হবে।

 • কেউ অফলাইনে থাকলে তাকে ভয়েস মেসেজ সহ ভিডিয়ো মেসেজও পাঠানো যাবে।
 • অনেকে মিলে একসাথে গ্রুপ চ্যাট, অডিয়ো কলসহ ভিডিয়ো কলের ব্যবস্থা থাকবে।

⏩ আরও পড়ুন: ল্যাপটপ বা কম্পিউটার স্লো হওয়ার কারণ ও ফাস্ট করার উপায়!

আলাপ অ্যাপে রেজিস্ট্রেশন করার নিয়ম:

 • প্রথমে গুগল প্লে স্টোর / অ্যাপ স্টোর থেকে আলাপ অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিন। [আলাপ অ্যাপের গুগল প্লে স্টোর লিংক]
 • আলাপ অ্যাপ ইনস্টল করার পর প্রথমে যে ইন্টারফেস আসবে সেখানে মোবাইল নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। আপনার মোবাইল নম্বর দিয়ে কন্টিনিউ (Continue) বাটনে ক্লিক করুন।
 • এরপরের পেজে আপনার কাছে ভেরিফিকেশন পিন কোড চাওয়া হবে। আপনার মোবাইল নম্বরে ভেরিফিকেশন পিন কোড গেছে সেটা ইনপুট দিয়ে ডান বাটনে ক্লিক করুন।
 • এখন আপনার আলাপ অ্যাকাউন্ট ব্যবহারের জন্য প্রস্তুত। তবে শুধু যেকোনো ল্যান্ডফোন বা মোবাইল নম্বরে কল করতে পারবেন। আলাপ টু আলাপে ফ্রি কল করতে পারবেন না। আলাপ অ্যাপে ফ্রি কল করার জন্য আপনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তার জন্য নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন।

⏩ আরও পড়ুন: মোবাইলে কীভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন?

আলাপ অ্যাপে এনআইডি (NID) কার্ড ভেরিফাই করার নিয়ম:

 • আপনার প্রোফাইল অপশনে যান। নিচের দিকে খেয়াল করুন জেন্ডারের নিচে এনআইডি ভেরিফিকেশনের অপন আছে। ওখানে ক্লিক করুন।
 • এরপরের পেজে আপনাকে আপনার এনআইডি কার্ডের উভয় দিকের স্পষ্ট ছবি এবং আপনার নিজের ছবি সাবমিট দিতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন।
 • আপনার আলাপ অ্যাপে এনআইডি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। এখন থেকে আপনি আলাপ অ্যাপের সবগুলো সুবিধা উপভোগ করতে পারবেন।

**********

প্রিয় পাঠক, এই ছিল— আলাপ অ্যাপের সুবিধা-অসুবিধা,আলাপ অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, আলাপ অ্যাপের বিভিন্ন সেটিংস; ইত্যাদি নিয়ে বিস্তারিত! কেউ কিছু না বুঝলে কিংবা আলাপ অ্যাপে অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন। আমরা আপনাকে সাহায্য করতে চেষ্টা করব। এধরনের নতুন নতুন পোস্ট পড়তে টেকউইকিকে ফলো করুন। ধন্যবাদ।

⏩ আরও পড়ুন: কীভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন?

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: